সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শান্তিগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। পদ্মা, আর পি ডব্লিও এস, উপমা, ইউ ই আর ডি এর যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষ এর নির্বাহী পরিচালক এমএইচ তালহা চৌধুরী, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
বিশেষ অতিথি সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস প্রমুখ। বক্তারা নিজ নিজ এনজিওর কার্যক্রম তুলে ধরেন, পাশাপাশি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সম্পকে আলোচনা করেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, স্বচ্চতা ও জবাবদিহিতা মুলক কার্যক্রমের জন্য সকল এনজিওদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এনজিও বিষয়ে মাসিক মিটিং এনজিও নিয়ে আলোচনা করা হয়। সকল এনজিও সঠিক ভাবে কাজ করার জন্য অবহিত করেন।
বিপি/কেজে