ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে হামলার চার বছর পূর্তিকে স্মরণ করেতে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমাদের গণতন্ত্র ‘কখনও নিশ্চয়তার বিষয় নয়।’ স্থানীয় সময় রবিবার (৫ জানুয়ারি), ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি মতামত প্রবন্ধে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ৬ জানুয়ারি, ২০২১-এ ইউ.এস ক্যাপিটলে হওয়া হামলা আমেরিকানদের চিরদিন স্মরণ থাকবে।
তিনি বলেন,’আমাদের উচিত ৬ জানুয়ারি, ২০২১-কে প্রতি বছর স্মরণ করা। এই দিনটিকে স্মরণ করা উচিত একটি দিনে যখন আমাদের গণতন্ত্র পরীক্ষা করা হয়েছিল এবং টিকে গিয়েছিল। মনে রাখা উচিত যে গণতন্ত্র এমনকি আমেরিকাতেও কখনও নিশ্চিত নয়।’বাইডেন বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের গণতন্ত্রই সবকিছু সম্ভব করে তোলে- আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, আমাদের স্বপ্ন এবং এটি রক্ষার দায়িত্ব প্রতিটি প্রজন্মের আমেরিকানদের।’
সোমবার চিহ্নিত করছে ক্যাপিটলে হামলার চার বছর পূর্তি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সেই দিন উপস্থিত দাঙ্গাকারীদের ক্ষমা করবেন যারা ক্যাপিটল আক্রমণ করেছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তার দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই কিছু ক্ষমা ঘোষণা করা হতে পারে।
৬ জানুয়ারি হামলা সম্পর্কে বাইডেন বলেন, ‘সহিংস বিদ্রোহীরা ক্যাপিটলে হামলা চালায়, নির্বাচিত কর্মকর্তাদের জীবন হুমকির মুখে ফেলে এবং সাহসী আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আক্রমণ করে।
তিনি আরও বলেন, ‘আমাদের গর্বিত হওয়া উচিত যে আমাদের গণতন্ত্র এই আক্রমণ সহ্য করেছে। এবং আমাদের খুশি হওয়া উচিত যে এই বছর আমরা আর এমন একটি লজ্জাজনক হামলা দেখব না।
বাইডেন সতর্ক করে বলেন ‘আমাদের কিন্তু ভুলে যাওয়া উচিত নয়। আমাদের স্মরণ করতে হবে যে কোনও জাতি যদি তার অতীত ভুলে যায় তবে তা আবার সেই ভুল পুনরাবৃত্তি করতে বাধ্য। আমরা চার বছর আগে যা ঘটেছিল তা পুনরাবৃত্তি মেনে নিতে পারি না।’
রবিবার, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি (ডি-ক্যালিফ) বলেছেন যে ক্যাপিটলে হামলার সহিংসতা ‘সেই দিনেই শেষ হয়নি।’
তিনি সিবিএস নিউজকে বলেন, ‘আপনারা জানেন, (নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প) এই মানুষদের সহিংসতা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছিলেন। আমার স্বামী এই আক্রমণের শিকার হয়েছেন এবং এখনও সেই আঘাতের থেকে সেরে ওঠেননি।’
বিপি।এসএম