Home আন্তর্জাতিক শেখ রেহানার তিন সন্তান ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর মূলহোতা

শেখ রেহানার তিন সন্তান ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর মূলহোতা

দ্য টাইমসের প্রতিবেদন

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল, তারা বাংলাদেশের একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে, যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নানা ধরনের পোস্ট করে, ভুল তথ্য ছড়িয়ে দেন। বিশেষ করে নির্বাচন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ-ব্যঙ্গাত্বক পোস্ট করা হতো এসব অ্যাকাউন্ট থেকে।

জানা গেছে, এই ভুয়া অ্যাকাউন্ট নেটওয়াকের সঙ্গে শেখ পরিবারের সদস্যদের যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য টাইমস সাময়িকী একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, টিউলিপের ভাই ও বোন এমন একটি রাজনৈতিক থিংকট্যাঙ্কের সঙ্গে যুক্ত, যাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে।

টিউলিপের ভাইবোন দুজনেই বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত থিংকট্যাঙ্ক—সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-এর (সিআরআই) ট্রাস্টি ছিলেন বলে জানাও গেছে। রাদওয়ান একইসঙ্গে সিআরআইয়ের ম্যাগাজিন ‘হোয়াইটবোর্ড’-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ফেসবুকের মূল কোম্পানি মেটা গত বছর জানিয়েছিল, তারা একটি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক চিহ্নিত করেছে, যারা সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে নানা ধরনের পোস্ট করে। বিশেষ করে নির্বাচন এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করত এসব অ্যাকাউন্ট। ইউটিউব, এক্স, টিকটক ও টেলিগ্রামেও সক্রিয় ছিল এসব অ্যাকাউন্ট।

মেটার ‘সমন্বিত প্রতারণামূলক আচরণ’ নীতিমালা লঙ্ঘন করার জন্য ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মেটার প্রতিবেদনে বলা হয়, ‘যদিও সংশ্লিষ্টরা তাদের পরিচয় এবং নিজেদের মধ্যে সমন্বয় থাকার বিষয়টি লুকানোর চেষ্টা করেছিলেন, তবে আমাদের তদন্তে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তি এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মধ্যে সংযোগ থাকার প্রমাণ মিলেছে।’

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী