Home বাংলাদেশ দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপ-ইজিবাইকে সংঘর্ষ , নিহত ১ আহত ৫

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপ-ইজিবাইকে সংঘর্ষ , নিহত ১ আহত ৫

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সেনাবাহিনী একটি পিকআপের সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকের একজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পার্বতীপুরে উপজেলার লোকোমোভিক কারখানার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারা আরও জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেনাবাহিনীর পিকআপে ইট-পাটকেল নিক্ষেপ করে। সেনাবাহিনীর গাড়ির ড্রাইভারসহ গাড়ি জরতার তোপের মুখে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী