Home প্রবাস নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

by bnbanglapress
A+A-
Reset

 

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ শে মার্চ) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা: মুজিবুর রহমান মজুমদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ সাদিক।
মহান স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদসহ, স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আত্মার মাগফেরাত এবং মরহুম আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার শাসনকালে সকল নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা জন্য বিশেষ দোয়া করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ আব্দুস সবুর, গিয়াস উদ্দিন, শাহ আলম, মোশারফ হোসেন সবুজ , মাকসুদুল হক চৌধুরী, ডা: শামীম দেওয়ান, মোতাহার হোসেন, মাওলানা ওমর ফারুক, মুক্তিযোদ্ধা সেলিম, তারেক চৌধুরী দিপু, আবু সুফিয়ান, ফারুক হোসেন মজুমদার, এটিএম হেলালুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মৃধা মোহাম্মদ জসিম উদ্দিন, নুরে আলম, জুনায়েদ আল জাফরি, মাযহারুল ইসলাম মিরন, মো: মাসুদ হোসেন, রাশেদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান, মনির হোসেন, সোহেল আহমেদ, আলাউদ্দিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নাছিম আহমেদের শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি ডা: মজিবুর রহমান মজুমদার, যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সকল মুসল্লিদেরকে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী