নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) একজন চীনা নাগরিককে আটক করেছে। তাকে অবৈধভাবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আইসিই নিউয়ার্ক অফিস ২৪ মার্চ নিউ জার্সির নিউয়ার্ক শহরে মিং শি ঝ্যাংকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি আইসিই হেফাজতে আছেন।
আইসিই এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স নিউয়ার্ক ফিল্ড অফিসের পরিচালক জন সুকারিস বলেছেন, ‘যে কোনো অবৈধ অভিবাসী, যারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, ধ্বংসাত্মক কার্যকলাপ বা রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত অপরাধে জড়িত, তাদের দেশে ফেরত পাঠানো হবে।’
ঝ্যাং ২০০০ সালের জুন মাসে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তবে পরে তিনি আইনগত অভিবাসন শর্ত লঙ্ঘন করেন।
নিউ জার্সির যুক্তরাষ্ট্র জেলা আদালত তাকে অ্যাটর্নি জেনারেলকে পূর্বে অবহিত না করেই অবৈধভাবে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত করে। ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালত তাকে তিন বছরের প্রবেশন (পর্যবেক্ষণমূলক মুক্তি) প্রদান করে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম