Home প্রবাস ফোবানা সম্মেলন: প্রকাশিত আজগুবি খবর নিয়ে যা বললেন কর্মকর্তারা

ফোবানা সম্মেলন: প্রকাশিত আজগুবি খবর নিয়ে যা বললেন কর্মকর্তারা

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: ফোবানার নামে আদম পাচার সংক্রান্ত আজগুবি খবর প্রকাশে উদ্বিগ্ন মুলধারার ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র কর্মকর্তারা।
সম্প্রতি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি বাংলা সাপ্তাহিকে প্রকাশিত খবরে দৃষ্টি আকর্ষন করে আজগুবি খবরের প্রতিবাদ জানিয়েছেন ফোবানা ৩৯তম সম্মেলনের চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী ও এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর
এক বিবৃতিতে তারা বলেন, আমরা দ্ব‍্যর্থহীন ভাবে জানাতে চাই এই খবরটির সাথে মূল স্রোতের ফোবানার কোনো সম্পৃক্ততা নেই। আমরা ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে জানাতে চাই যে আটলান্টায় অনুষ্ঠিতব‍্য ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এবং ফোবানা কেন্দ্রীয় কমিটির কোনো কর্মকর্তা কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে আমেরিকায় ভিসা সংক্রান্ত আমন্ত্রণের কোনো প্রকার চিঠি দেয়নি এবং খবরটিতে উল্লেখিত কর্মকান্ডগুলির কোনোটির সাথেই কোনো প্রকার সম্পৃক্ততা নেই।
ফোবানা উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সংগঠনগুলির একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, প্রতিবছর সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলররা ভোটের মাধ‍্যমে পরবর্তি এক বছরের জন‍্য কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করে থাকে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি কিছু ব‍্যাক্তি গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত না হতে পেরে পরবর্তীতে গুটিকয় মিলে ফোবানা নাম ব‍্যবহার করে সম্মেলনের নামে অনুষ্ঠানসহ নানান কর্মকাণ্ড করে থাকেন, যার দায় এসে পরে পুরো ফোবানা কমিউনিটিতে এবং সাধারন মানুষ তিনচারটি ফোবানা সম্মেলন হচ্ছে বলে বিভ্রান্ত হয়ে থাকেন। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।
উল্লেখ্য যে, এবছর ৩৯তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরে, এবছরের ৩৯তম সম্মেলনটির স্বাগতিক সংগঠনের দায়িত্ব পালন করছে আটলান্টার সংগঠন ‘বাংলাধারা’। সম্মেলন অনুষ্ঠিত হবে আটলান্টার গ‍্যাস সাউথ কনভেনশন সেন্টারে, সম্মেলনে অংশগ্রহণ করবে পুরো উত্তর আমেরিকা জুড়ে ২৪টি শহরের প্রায় ৮৫টি সংগঠন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী