ইমা এলিস: স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে অবৈধ অভিবাসীদের বিনামূল্যে বিমানের টিকেট দেবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এ ঘোষণা দেন। এ সংক্রান্ত তিনি একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন। ‘সেল্ফ-ডিপোর্টেশন’ বা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার একটি কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এর লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আরও বেশি প্রণোদনা দেওয়া।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা অবৈধ অভিবাসীদের জন্য আমেরিকা ছেড়ে যাওয়াকে যতটা সম্ভব সহজ করে দিচ্ছি। কোনো অবৈধ অভিবাসী যদি সরাসরি কোনো বিমানবন্দরে যায়, তাহলে সে একটি বিনামূল্যে বিমানের টিকেট পেতে পারেন।
তিনি বলেন, অবৈধ অভিবাসীরা যেকোনো দেশে বিনামূল্যের ফ্লাইট বুক করতে পারবে- শুধু যুক্তরাষ্ট্র ছাড়া। তবে তিনি সতর্ক করেন, কেউ যদি না যায়, তাহলে তাকে ‘চরম পরিণতির’ মুখোমুখি হতে হবে।
ট্রাম্প বলেন, যারা থেকে যাবে, তাদের জন্য বড়সড় শাস্তি অপেক্ষা করছে—যার মধ্যে রয়েছে দীর্ঘ কারাদণ্ড, বিশাল অঙ্কের অর্থদণ্ড, সব সম্পত্তি বাজেয়াপ্ত করা, আয় জব্দ, কারাবাস ও হঠাৎ করে এমনভাবে দেশ থেকে বের করে দেওয়া, যেটা পুরোপুরি আমাদের সিদ্ধান্তে হবে।
তিনি জানান, এই কর্মসূচিকে আরও আকর্ষণীয় করে তুলতে ‘একটি গুরুত্বপূর্ণ প্রস্থান বোনাস’ যোগ করা হয়েছে, যাতে অবৈধ অভিবাসীরা নিজেরাই চলে যেতে উৎসাহিত হয়। ট্রাম্প দাবি করেন, এতে আমেরিকান করদাতাদের ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ সাশ্রয় হবে।
এই নির্বাহী আদেশটি এলো কয়েক দিন পর, যখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা করে যে, যারা ‘সিবিপি হোম’ অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করবে, তাদের এক হাজার ডলার করে দেওয়া হবে।
ডিএইচএস জানায়, অভিবাসীরা যখন নিশ্চিতভাবে অন্য কোনো দেশে পৌঁছাবে—যা অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে—তখনই তাদের অর্থ প্রদান করা হবে।
ডিএইচএস আরও জানায়, ‘সিবিপি হোম’-এ যারা স্বেচ্ছা প্রত্যাবাসনের ঘোষণা দেবে, তাদের জেল বা জোরপূর্বক প্রত্যাবাসনের ক্ষেত্রে অগ্রাধিকার কমানো হবে—যতক্ষণ না তারা প্রমাণ করতে পারে যে তারা সত্যিই দেশত্যাগের উদ্যোগ নিচ্ছে।
তবে আমেরিকান ইমিগ্রেশন লইয়ার্স অ্যাসোসিয়েশন (এআইএলএ) অভিবাসীদের এই অর্থ নেওয়ার আগে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার পরামর্শ দিয়েছে।
এআইএলএ বলেছে ‘এই ঘোষণা বিভ্রান্তিকর এবং এতে ভুল ধারণা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে ফেরার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। সঠিক আইনগত পরামর্শ ছাড়া কেউ যেন এটা গ্রহণ না করে’।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি নির্বাচনি প্রচার ও এখন অফিসে থেকেই বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে তিনি বহিষ্কার করবেন। তাঁর প্রশাসন দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনে ১,৩৫,০০০-এর বেশি মানুষকে দেশে ফেরত পাঠিয়েছে।
শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, কিছু অভিবাসী ‘যদি সত্যিই ভালো হয়,’ তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চাইলে সরকার তাদের সহায়তা করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তাই আমি বলছি, সব অবৈধ অভিবাসীকে এখনই তাদের বিনামূল্যের ফ্লাইট বুক করতে বলি। আমরা এখন চাই তোমরা আমেরিকা ছেড়ে যাও। কিন্তু যদি তোমরা সত্যিই ভালো হও, আমরা তোমাদের ফেরার পথ সহজ করতেও সাহায্য করব’।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম