Home রাজনীতিআওয়ামী-লীগ ডোমারে দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

by Dhaka Office
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে বে-সরকারী টিভি চ্যানেল দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচান।

রবিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ নভেম্বর দীপ্ত টিভির দুপুর ১২টার সংবাদে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ শিরোনামে যে মিথ্যা সংবাদটি পরিবেশন করা হয়।

তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ বক্তব্য মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে করা হয়েছে। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, দীপ্ত টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন বিএনপি’র অঙ্গ সংগঠন ছাত্রদলের সক্রিয় কর্মী।

সে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পোড়ানোর নাশকতা মামলার অন্যতম আসামী এবং বর্তমানে পৌর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়ীত্ব পালন করছে। এ ছাড়াও তার বাবা মোজাফফর আলী বর্তমানে ডোমার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও উক্ত নাশকতা মামলার সেও একজন আসামী। আমি বর্তমানে ডোমার উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বিগত ইউপি নির্বাচনে জোড়াবাড়ী ইউনিয়নে আ’লীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এ কারণেই আমার উপর রাজনৈতিক কালিমা লেপনের হিন উদ্দেশ্যে এ ধরনের মনগড়া, বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ইউপি সদস্য জাহিরুল ইসলাম ও প্রতিবেদক আমার কাছে বিভিন্ন সময় অনৈতিক দাবীদাবা পেশ করে। আমি তাদের অনৈতিক দাবী পূরণ না করায় তারা ক্ষিপ্ত হয়ে মিথা সংবাদ পরিবেশন করে। অথচ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত ব্যাক্তির নামে বয়স্ক ভাতার টাকা আত্মসাত, ৪০দিনের কর্মসূচিতে নিজের প্রতিবন্ধি বোনের নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ ছাড়াও তিনি স্থানীয় আবুল হোসেন নামক এক ব্যাক্তির সহায়তায় রাস্তার সরকারী গাছ কেটে আত্মসাতের চেষ্টা কালে আমি তা আটক করে পরিষদে জমা রাখী। এ সকল কারণে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে দীপ্ত টিভির প্রতিনিধির সাথে জোগসাজসে মিথ্যা সংবাদটি পরিবেশন করে। এ সময় ইউনিয়ন পরিষদের ১১জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী