Home রাজনীতিআওয়ামী-লীগ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। তিনি পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯০৫ ভোট।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এই উপনির্বাচনে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমের (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ১৭০ কেন্দ্রের সবকটিতেই ভোট গ্রহণ হয়। এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল গত বছরের ৭ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন ১ ডিসেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী