Home রাজনীতিআওয়ামী-লীগ ধুনটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ধুনটে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

by Dhaka Office
A+A-
Reset


ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর চর কেটে মাটি বিক্রি করায় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোমবার সকালের দিকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার বৈশাখী গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অভিযোগ সূত্রে জানা যায়, যমুনার পানি কমে গিয়ে নদীর পশ্চিম পাশে বিভিন্ন স্থানে চর জেগে ওঠেছে। তীর ও চর কেটে মাটি উত্তোলন করছেন শহিদুল ইসলাম। তিনি মাটি কেটে বিক্রি করছেন বিভিন্ন ধরনের প্রকল্প, ইটভাটা আর বসতভিটার জন্য। কোথাও এক্সক্যাভেটর দিয়ে, কোথাও শ্রমিক দিয়ে প্রতিদিন শত শত ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে। যত্রতত্র ও ইচ্ছামতো মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে অনেক স্থানে নদী ভাঙনের ঝুঁকি থাকছে।

এছাড়া প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্প এলাকাটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আছাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে যমুনার চর থেকে মাটি কেটে বিক্রি করছেন শহিদুল ইসলাম। ফলে তীর সংরক্ষন প্রকল্পসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ হুমকির মুখে পড়েছে। তাঁকে মাটি কাটা বন্ধ করার জন্য বার বার নিষেধ করার পরও মাটি কেটে বিক্রি করছেন। ফলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, যমুনা নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করায় বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী