Home রাজনীতিআওয়ামী-লীগ সরকারী ত্রাণ বিতরণে চেয়ারম্যান সোহেলের অনিয়ম

সরকারী ত্রাণ বিতরণে চেয়ারম্যান সোহেলের অনিয়ম

by Dhaka Office
A+A-
Reset

লক্ষ্মীপুর প্রতিনিধি : ত্রাণ বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না লক্ষ্মীপুরের দালালবাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল। নিজের ইচ্ছেমতো মনগড়াভাবে নিজ দলীয় লোকদের দিয়ে ত্রাণ বিতরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ কাজে সরকার দলীয় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে কোন রকম সমন্বয় করা হচ্ছে না বলেও জানা গেছে। স্থানীয় লোকজন ও আওয়ামীলীগ নেতাদের এমন অভিযোগের ভিত্তিতে কয়েকজন সংবাদকর্মী দালালবাজার ইউপি কার্যালয়ে গেলে ক্ষেপে যান চেয়ারম্যান সোহেল। সংবাদ প্রকাশ করলে দেখে নেওয়াসহ মামলা করার হুমকি দিয়ে নাজেহালও করেন তাদের। চেয়ারম্যানের ত্রাণ এবং সরকারী অনুদান বিতরণের কার্যক্রম নজরদারি করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান সোহেল সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।দালালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ বাকের বলেন, আমাদের ইউনিয়নে এই করোনা মহামারির সময় সরকারিভাবে যে বরাদ্দ এসেছে ইউপি চেয়ারম্যান সোহেল বিএনপি দলীয় লোকজনদের দিয়ে তাদের দলীয় নেতাকর্মীদের মাঝে বিলি করছেন।

এ ক্ষেত্রে সরকারী নিয়ম তিনি মানছেননা। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরজামান মাস্টার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং জেলা আওয়ামীলীগের সমন্বয়ে আমরা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাধ্যমে ত্রাণ কমিটি প্রস্তুত করি। সেটা ইউপি চেয়ারম্যানকে প্রদান করি। কিন্তু ত্রাণ বিতরণে কমিটির কোন অসহায়কে ত্রাণ প্রদান করা হয়নি। তিনি বলেন, এ পর্যন্ত সরকারীভাবে যে বরাদ্ধগুলো এসেছে তা কোথায় বিলি এবং কার মাঝে বিলি করা হয়েছে তা স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের অবগত করেনি বলেও অভিযোগ করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। আওয়ামীলীগের নেতাকর্মীদের অভিযোগে বিষয়ে মঙ্গলবার (৫ মে) দুপুরে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ইউপি চেয়ারম্যান সোহেলের কাছে যান বক্তব্য নিতে।

কিন্তু এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার হুমকি দিয়ে মামলা করার ভয় দেখান তিনি। এছাড়া অভিযোগের বিষয়ে তিনি কোন মন্তব্য না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। এক পর্যায়ে ইউপি কার্যালয়ে থেকে সংবাদকর্মীদের বের হয়ে যেতে বলেন তিনি।

বিপি।আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী