বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।
গত বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী মুন্নি এ জিডি করেন। জিডিতে আসিফের বিরুদ্ধে মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ আনা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ এনে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।’
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুন্নি। আব্দুর রশীদ বলেন- ‘আমরা প্রাথমিকভাবে আসিফের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই বাছাই করছি। তদন্তের স্বার্থে এর চাইতে বেশি কিছু বলা যাবে না।’
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, শুরুতে কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ করতে যান দিনাত জাহান মুন্নি। সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা তাকে নিকটস্থ থানায় আগে অভিযোগ করার পরামর্শ দেন।
১৫টিরও বেশি চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি। ৩টির মতো দ্বৈত অ্যালবামেও একসঙ্গে কাজ করেছেন তারা।
বিপি/আর এল