ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহসভাপতি জামিল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রকাশনা সম্পাদক এস.এম শাহীন আলম, সদস্য ওমর ফারুক ঝিনুক, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রুবেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রঞ্জু, সুলতান মাহমুদ, ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম মোর্তজা, সেলিম রেজা, মোয়াজ্জেম হোসেন, শাহীন আলম প্রমুখ। উল্লেখ্য আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে চারাগাছ বিতরণ করা হয়।
বিপি/আর এল