262
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ১০০ দিন বাকি থাকতে, ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন বেশিরভাগ মার্কিনী।
সোমবার এসোসিয়েটেড প্রেস-এপি এবং এনওআরসি’র জরিপে উঠে এসেছে এ তথ্য। জানানো হয়, করোনা মহামারির মোকাবেলায় প্রশাসনের গৃহীত পদক্ষেপকে সমর্থন করেন মাত্র ৩২ শতাংশ মানুষ। দেশের প্রত্যেক ১০ জন বাসিন্দার ৮ জনই ভাবছেন দেশ ভুলপথে এগুচ্ছে।
জরিপ অনুসারে, ৩৮ শতাংশ মার্কিনী ভাবেন মহামারির এই ক্রান্তিলগ্নেও অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। অথচ, জানুয়ারি থেকে ৬৭ শতাংশ নিম্নমুখী মার্কিন অর্থনীতি।
এদিকে ট্রাম্পের নেয়া বিভিন্ন উদ্যেগকে সমর্থন জানিয়েছেন ৮১ ভাগ রিপাবলিকান। কিন্তু সামগ্রিক জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জনপ্রিয়তা বেশি।
বিপি/আর এল