Home বিনোদন চির নিদ্রায় শায়িত সুরসম্রাট আলাউদ্দিন আলী

চির নিদ্রায় শায়িত সুরসম্রাট আলাউদ্দিন আলী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সুরসম্রাট আলাউদ্দিন আলীর শেষ ঠিকানা হলো মিরপুর বুদ্ধিজীবী করবস্থান। মুক্তিযোদ্ধা এ সঙ্গীতজনকে গার্ড অব অনার জানানো হয়েছে। এফডিসিতে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী-কলাকুশলীরা। রোববার মারা যান গানেরস্রষ্টা আলাউদ্দিন আলী।

একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। পাঁচ হাজার গানের স্রষ্টা, জনপ্রিয়ও হয়েছে অগণিত।

গানের মানুষটি নিথর দেহে শেষবার গেলেন খিলগাঁওয়ের নিজ বাসায়। সেখানে প্রথম জানাজার পর আলাউদ্দিন আলীকে নেয়া হয় এফডিসিতে। শ্রদ্ধা জানান বহু দিনের সহকর্মীরা, কাছের মানুষেরা।

১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আলাউদ্দিন আলী। সব মিলিয়ে আটবার। মিরপুরে গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আলীকে। চিরনিদ্রায় গেলেন সেখানেই। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অনেক লড়াইয়ের পর হার মানেন আলাউদ্দিন আলী।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী