ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধুনট বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ধুনট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, বগুড়া জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম শুভ, শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু, ধুনট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানভীর রানা সবুজ, ছাত্রলীগ নেতা হাসান মাহামুদ রাব্বি, আরিফ ও সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, ধুনট উপজেলা পরিষদ চত্ত¡রে বুধবার ভ্রাম্যমান আদালতে জব্দ করা বালুর নিলাম ডাকের সমঝোতার বৈঠকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনকে মারধর করেন যুবলীগ নেতা খাযরুল ইসলাম জুয়েল। মারপিটের ঘটনায় আবু সালেহ স্বপন ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা যুবলীগের সদস্য জিবুজ্জামান
রাজিবকে আটক করেছে পুলিশ।
বিপি/আর এল