Home বিনোদন দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি মুছে ফেলুন

দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি মুছে ফেলুন

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক : আগের বছরই বলিউড (Bollywood) ছেড়েছিলেন। মুসলিম (Muslim) ধর্মাবলম্বী হয়ে অভিনয় করা নাকি তাঁর ধর্মের বিরুদ্ধাচরণ! এরপর সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সমস্ত ছবি মুছে ফেলতে অনুরোধও করেছিলেন অনুরাগীদের।একবছর পর আরও একবার ভক্তদের উদ্দেশে একই আবদার রাখলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম (Zaira Wasim)।

আমির খান (Aamir Khan) অভিনীত দঙ্গল (Dangal) ছবির দৌলতে গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন জায়রা। তারপর কাজ করেছেন ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে। কিন্তু আচমকাই গতবছর বলিউড থেকে বিদায় নেওয়ার কথা জানান। এবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন। ফ্যান পেজগুলোর উদ্দেশ্যে লেখা বার্তায় জায়রার আবেদন, তিনি জীবনে নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছেন। তাই প্রত্যেকে যেন তাঁর সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেয়। এই একই বার্তা গতবছরও দিয়েছিলেন জায়রা। সেকথাও এই পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।

এর আগে অভিনয় কেরিয়ারে ‘দঙ্গল’-এর পর ফের আমির খানের সঙ্গে জুটি বেঁধে জায়রা ‘সিক্রেট সুপারস্টার’ও (Secret Superstar) উপহার দিয়েছিলেন দর্শকদের। মাত্র দুটো ছবিতেই যে বলিমহলে সাড়া ফেলে দিয়েছিলেন জায়রা, তাতে কোনও সন্দেহ নেই। শান্ত, সৌম্য, মিষ্টি, শিশুসুলভ হাসিতে বলিপাড়ার অনেকেরই প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন এই কাশ্মীরি কন্যা। দুটো ছবিতেই বাগিয়ে নিয়েছিলেন জাতীয় পুরস্কার। ২০১৬ সালে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন জাতীয় পুরস্কার মঞ্চে। নেপথ্যে ‘দঙ্গল’। পরের বছরই আবার ‘সিক্রেট সুপারস্টার’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে তাঁর ঝুলিতে এসেছিল ফিল্ম ফেয়ার ক্রিটিক অ্যাওয়ার্ড। কিন্তু আচমকাই গতবছর জায়রার এভাবে বলিউড ছাড়ার বিষয়টি তাঁর ভক্ত থেকে শুরু করে অনেকেই মেনে নিতে পারেননি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী