Home বিনোদন রোববার এটিভি’র আইকনিক স্টার অ্যাওয়ার্ডসের জমজমাট আসর বসছে নিউ ইয়র্কে

রোববার এটিভি’র আইকনিক স্টার অ্যাওয়ার্ডসের জমজমাট আসর বসছে নিউ ইয়র্কে

প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এটিভি’র ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস’-এর সকল প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানটি প্রবাসীদের জন্য হবে সেরা ও ঐতিহাসিক বলে আশা করছেন আয়োজবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)-এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের বিনোদনমুলক অনুষ্ঠানগুলোতে কোন নতুনত্ব দেখা যায় না। প্রবাসীরা এসব নিম্নমানের অনুষ্ঠান দেখে বিরক্ত প্রায়। তাই একগুয়েমিতা বেরিয়ে প্রবাসী দর্শকশ্রোতাদের জন্য আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)-এর নতুন এ আয়োজন।
তিনি বলেন, গত ১২ নভেম্বর সংবাদ সম্মেলনের মধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে ব্যাপক সাড়া মিলেছে। সতস্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এটিভি’র ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস’ যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য হবে একটি ব্যতিক্রমী সেরা ঐতিহাসিক অনুষ্ঠান।
তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটি সফল করতে প্রায় ১ মাস ধরে অভিজ্ঞ টিম কাজ করছেন। যারা বিভিন্ন পেশার পাশাপাশি অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। সবাই দিনরাত কাজ করছে কীভাবে অনুষ্ঠানটি সুন্দর ও সফল করা যায়। বেশ কিছু অতিথি তারকা শিল্পী ইতোমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন জানান, আমন্ত্রিত অতিথি শিল্পীদের অনেকেই ইতোমধ্যে নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। রোববারের মধ্যে বাকি সবাই আসবেন। বাংলাদেশের খ্যাতিমান তারকাদের নিয়ে ২৪ নভেম্বর (রোববার) একটি জমজমাট আসর বসবে নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে।
আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ) প্রেজেন্টস ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ‘২৪’। আগামী ২৪ নভেম্বর (রোববার) নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের সেরা তারকারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিল ও বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন এন্টারটেইনমেন্টের আয়োজনে এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর থাকছেন আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)।
আয়োজবৃন্দরা জানান, আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিতির জন্য সবাইকে টিকেট সংগ্রহ করতে হবে। টিকেটের নির্ধারিত মূল্য ৫০, ১০০ ও ২০০ ডলার। অনলাইনে অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে- https://globaliconicawards.org/ticket

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী