264
বাংলাপ্রেস ডেস্ক: আগামী মাসে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ভোট হবে ২৫টি পৌরসভায়।
আজ রোববার (২২ নভেম্বর) এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেন, ইভিএমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট নেয়া হবে।
রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই বাছাই হবে ৩ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে।
সচিব জানান, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৮৬টি। পরবর্তী ধাপগুলোতে এইসব পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
বিপি/আর এল