Home রাজনীতি ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন

২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আগামী মাসে শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ভোট হবে ২৫টি পৌরসভায়।

আজ রোববার (২২ নভেম্বর) এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেন, ইভিএমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট নেয়া হবে।

রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া শেষ তারিখ ১ ডিসেম্বর। যাচাই বাছাই হবে ৩ ডিসেম্বর আর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে।

সচিব জানান, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৮৬টি। পরবর্তী ধাপগুলোতে এইসব পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী