আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতা কর্মীরা ব্যানার ও ফ্যাস্টুন হাতে নিয়ে ডোমার বাজার বাটার মোড়ে সমবেত হয়। তাদের উপস্থিতিতে এলাকা গণজোয়ারে পরিনত হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মুল সড়ক প্রদক্ষিণ করে রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা আ’লীগের সহ- সভাপতি ও ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মোনা, তাঁতী লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু, যুব মহিলালীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, পৌর আ’লীগের সভাপতি হাফিজুল হক রবি, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মাসুম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনির প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, অসাম্প্রদায়িক চেতনার জন্য, ভাস্কর্য হল ইতিহাসকে বেঁচে রাখা, মৌলবাদরা এটা চায় না। হেফজত ইসলামের নেতা বাবু নগরী, মামুনুল হকসহ সকল ষড়যন্ত্র কারীদের গ্রেফতারের জোর দাবী জানান।
বিপি/আর এল