বাংলাপ্রেস ডেস্কঃ রাষ্ট্রপতির ডাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশন গঠনের সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি যে কলঙ্কের দাগ লাগিয়ে গেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। ভুয়া ভোটার বানিয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি।
নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে বিএনপির পক্ষ থেকে পরামর্শ ও প্রস্তাব দেয়ারও আহ্বান জানান মাহবুব উল আলম হানিফ। আগামী বছর নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, আমিও প্রশ্ন রাখতে চাই- আপনারা তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আপনারা নির্বাচন কমিশন আইন গঠন করেননি কেন? নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনারা যে কলঙ্ক তৈরি করে দিয়ে গেছেন, সেটি এখনো জাতির মনে আছে। আজিজ সাহেব মার্কা নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এক কোটি বিশ লাখ ভুয়া ভোটার বানিয়ে তালিকা করেছিলেন। এসব মিথ্যা অপকর্ম ঢাকার জন্যই এখন নির্বাচন নিয়ে মিথ্যাচার করছেন।
তিনি বলেন, আশা করছি- আগামী বছরই আইনটি গঠন করতে পারব। নির্বাচন কমিশন গঠনে দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি তা অনুসরণ করছেন রাষ্ট্রপতি। সব কাজ চলছে, বৈঠক হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচনই হলো গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও আজকে বিএনপি সমালোচনা করছে।
বিপি/আর এল