Home বাংলাদেশঢাকা নরসিংদীতে কুখ্যাত ডাকাত শাহ্ আলম অস্ত্রসহ গ্রেফতার

নরসিংদীতে কুখ্যাত ডাকাত শাহ্ আলম অস্ত্রসহ গ্রেফতার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সৈয়দুজ্জামান নেতৃত্বে ৩১ জানুয়ারী সোমবার গভীর রাতে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আমদিয়া ইউনিয়নের বেলাটি সাকিনস্থ’ হুওরা বিলে মাছচাষি সাদিরের মাছঘেরের পাড়ে টং ঘরে অভিযান চালান। আমদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুত্তি গ্রহণকালে ৩ জন ডাকাতকে তাদের অস্ত্রসহ পাকড়াও করতে সক্ষম হয়।

অভিযান পরিচালনা কালে ১নং আসামী ডাকাত মোঃ শাহ্ আলম অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান কে লক্ষ্য করে তার হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করলে অফিসার ইনচার্জ তাকে ঝাপটে ধরলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তখন ডাকাত শাহ আলম তার হাতে থাকা পিস্তলের বাট দিয়ে অফিসার ইনচার্জ এর মাথায় স্ব-জোরে আঘাত করে গুরুতর জখম করে।

এসআই এম নঈমুল ইসলাম মোস্তাক তখন শাহ্ আলমকে ঝাপটে ধরে এবং আসামীর ডান হাতে থাকা বিদেশী পিস্তল উদ্ধার করে হেফাজতে নেয়। অন্যান্য ডাকাতরা আক্রমন করতে উদ্যত হলে এএসআই হারেছ মিয়া তার নামে ইস্যুকৃত শর্টগান হতে ২ রাউন্ড গুলি ছুরে। তখন ডাকাতরা টং ঘর হতে বের হয়ে ছুটাছুটি করে দৌড়ায়ে পালাতে থাকে। তখন এএসআই হারেছ মিয়া ডাকাতদের মধ্য হতে আসামী, ২। জাহিদুল হাসান ওরফে টিটু ওরফে টিপু (২৫) কে তার ডান হাতে থাকা ছোরা সহ গ্রেফতার করে। এএসআই রুবেল মিয়া ডাকাত, ৩। মোঃ সোহাগ মিয়ার ডান হাতে থাকা ছোরা সহ গ্রেফতার করেন।

এসময় অনুমান ১২/১৩ জন ডাকাত দৌড়াইয়া পালাইয়া যায়। ধৃত আসামী ১। মোঃ শাহ্ আলম এর ডান হাতে থাকা উদ্ধারকৃত ১ টি বিদেশী পিস্তল, যার ভিতর ম্যাগজিন সংযুক্ত, যার মধ্যে ৫ রাউন্ড গুলি ভতি, টেগার যুক্ত ধৃত আসামী ২। জাহিদুল হাসান ওরফে টিটু ওরফে টিপু এর ডান হাতে ধরা অবস্থায় ১ টি ছোরা এবং ধৃত আসামী ৩। মোঃ সোহাগ মিয়া এর ডান হাতে ধরা অবস্থায় ১টি ছোরা এবং ঘটনাস্থল হতে ডাকাত শাহ্ আলম কর্তৃক ফয়ারকৃত ১টি গুলির খোসা এবং আসামীদের কাছ থেকে ১২৫ (একশত পশ্চিম) পিস ইয়াবা ট্যাবলেট পাইয়া ৩১/০১/২০২২ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় উদ্ধার করা হয়।

পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানান, আসামীদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা সহ বিভিন্ন থানা এলাকায় মোট ১৪ টি মামলা রয়েছে।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী