শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ দেবীগঞ্জ উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের কে নিয়ে শ্রেষ্ঠ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইমাম সম্মেলনের আয়োজন করেন দেবীগঞ্জ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন।
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যারা উপজেলা
পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হবে তাদের মধ্যে ২০ জন ইমামকে জেলা পর্যায়ে যাওয়ার জন্য সৃকৃতি পাবেন। দেবীগঞ্জ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন- ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, দেবীগঞ্জ আলহেরা মাদ্রাসার মোহাতামিম হাফেজ মুফতি মিজানুর রহমান, উপজেলা মৎস অফিসার আব্দুল আহাদ লাজু, দেবীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহ রাশেদুল হক, পঞ্চগড় সদর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মামুনুর রশীদ ও দেবীগঞ্জ থানা পুলিশ কর্মকর্তা এস আই হাফিজ উদ্দিন । ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শামীম সিদ্দিক। ইমাম সম্মেলন শেষে দেশ ও জাতির জন্য দোয়া করেন উপজেলা মডেল মসজিদ
ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মিলনায়তনের ইমাম মাওলানা মুসলিম উদ্দিন।
বিপি/আর এল