Home বাংলাদেশঢাকা বোয়ালমারীতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন স্কুল শিক্ষক

বোয়ালমারীতে অবৈধ ভাবে পুকুর খনন করছেন স্কুল শিক্ষক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

 

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে পুকুর খনন করছেন এক স্কুল শিক্ষক। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ঈদের আগেই শুরু করেছেন এই অবৈধ পুকুর খননের কাজ।

সরেজমিনে গিয়ে শনিবার (১৪.০৫.২২) বিকেলে দেখা যায়, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের তামারহাজী গ্রামের দক্ষিনপাড়া ফসলি মাঠে ভেকু দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করছেন হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তামারহাজী গ্রামের মো. আনোয়ার হোসেন। পুকুর খননের মাটিও তিনি বিভিন্ন ইটভাটার মালিকের কাছে বিক্রি করছেন। ওই মাটি অবৈধ ট্রলিতে করে আশা যাওয়ার সময় গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে।

এব্যাপারে মো. আনোয়ার হোসেন বলেন, এখানে আগে থেকেই একটি ছোট পুকুর ছিল, সেটাকে সংস্করণ করা হচ্ছে। আমি নতুন ভাবে পুকুর খনন করছি না। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, পুকুর খননের সংবাদ পাওয়ার পর খনন কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী