Home বাংলাদেশরাজশাহী রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ কালু(৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময়মোঃ মিলন(৩৪) নামের অপর এক মাদক কারবারি পালিয়ে গেছে।

বুধবার ভোর ৪টায় মতিহার থানাধীন সাতবাড়ীয়াএলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলো: মহানগরীরমতিহার থানাধিন মৃত লুৎফর আলীর ছেলে মোঃ কালু, এবং অপর পলাতক আসামী মোঃ মিলন, সেএকই থানার ডাঁশমারী এলাকার বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিতকরেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।তিনি জানান, বুধবার ভোরে গোপন তথ্যেরভিত্তিতে জানা যায়, ভারত থেকে কতিপয় মাদক কারবারি মাদকের একটি চালান মতিহার থানারসাতবাড়িয়া এলাকা দিয়ে তুলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বস্তায় ৭০বোতল ভারতীয় ফেনসিডিলসহ কালু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তবে ডিবিপুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মিলন পালিয়ে যায়।

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দাপুলিশের উপ-পুলিশ কমিশনার(ডিবি), মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে,পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারি কালুজানায়, সে এবং পলাতক পলাতক মিলন দীর্ঘদিন যাবত পার্টনারশিপে ভারতীয় ফেনসিডিলের কারবারকরে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৭০ হাজার টাকা। এ ব্যপারে মতিহার থানায় মাদক কারবারিদেরবিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছেবলেও জানায় ডিবি ডিসি।

বিপি> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী