Home বাংলাদেশরাজশাহী রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরী উদ্ধার

রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরী উদ্ধার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পাচার হওয়া ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) ভোরে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোঃ রফিকুল আলম।

তিনি জানান, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকা থেকে ফুসলিয়ে পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া ৪জন কিশোরীকে (স্কুল ছাত্রী) উদ্ধার করেছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। এসময় গ্রেফতার হয়েছে পাচারকারী নারী চাঁদনী।

গ্রেফতার পাচারকারী মোসাঃ চাঁদনী (৩০), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান এলাকার কোর্ট বুলনপুর এলাকার মোঃ সুরুজ আলীর স্ত্রী। তিনি আরও বলেন, গত (২৬ জুলাই) সকালে ৪জন কিশোরী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী হতে বের হয়। কিন্তু বিকেলে তারা বাড়ী ফিরছে না দেখে তাদের অভিভাবকরা খোঁজ খবর শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদের জানায়, চাঁদনী নামের এক নারী-সহ ওই চার কিশোরীকে নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বের গেট দিয়ে যেতে দেখেছে।

এরপর চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে চাঁদনী কাউকে না জানিয়ে প্রায় সময় ঢাকায় যায় এবং ১০-১২ দিন পর আবার ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কিশোরীদের অভিভাবকদের ধারণা করেন পাচারকারী চাঁদনী-সহ তার সহযোগিরা তাদের মেয়েদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজুর পর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মোঃ সজীবুল ইসলাম ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স ওই নারীর অবস্থান সনাক্ত করে।
অবশেষে শুক্রবার (২৯ জুলাই) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় পাচারকারী চাঁদনীকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৪ কিশোরীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদে পাচারকারী চাদনি স্বিকার করে বলে যৌন কার্যকলাপের জন্য কিশোরীদের (স্কুল ছাত্রী) পাচার করেছিলো সে।
গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় নগর পুলিশের এই মুখপাত্র।

রাজশাহী মহানগরীতে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মোছাঃ সালমা বেগম (৩৪) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনের গণশৌচাগারের বারান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারী মোছাঃ সালমা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিখালি গ্রামের মৃত আতাহার আলী হাওলাদারের মেয়ে । শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলস্টেশনে অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ এক নারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী