Home বাংলাদেশঢাকা নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাত উদ্ধার

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাত উদ্ধার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় একদিন বয়সী অজ্ঞাত নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন। ওসি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার আওয়াজ পান এক নারী।

পরে স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে। জীবিত দেখতে পেয়ে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স একদিন। সে বেঁচে আছে। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। কে বা কারা তাকে ফেলে গেছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম ফজলুল কাদের জানান, নবজাতকটি প্রিম্যাচিউর (অপরিপক্ক)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী