Home বাংলাদেশরাজশাহী রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে ৫ কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চাপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী দূর্গম চর এলাকা থেকে মোঃ হুমায়ুন কবির (৩৭) নামের মাদক এক সক্রীয় মাদক চোরাকারবারীকে ৫কেজি হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চররাণীনগর (বকচর) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ হুমায়ুন কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মোঃ দামেজ উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বুধবার গভির রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারে, মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ৭/৮ কেজি হেরোইন সীমান্তে সংগ্রহ করেছে। এমন তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় ৩টি গ্রুপে বিভক্ত হয়ে র‌্যাবের অভিযানিক দল দীর্ঘ ৪/৫ ঘন্টা নদীপথ অতিক্রম করে ছদ্মবেশে অবস্থান করে। এরপর ভোর রাত সোয়া ৪টায় মাদক কারবারি মোঃ হুমায়ুন কবিরের বাড়ি ঘেরাও করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে কবিরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে কবিরের শয়নকক্ষের খাটের নীচে থেকে ১টি ব্যাগে সংরক্ষিত অবস্থায় ৫কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার মূল্য ৫ কোটি টাকা।

জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে এবং পলাতক আসামী অত্যন্ত সংঘবদ্ধ মাদক চেইনের সাথে জড়িত। এই চেইনের সদস্যরা বর্ডার এলাকায় সীমান্তের ওপার হতে কৃষকের ছদ্মবেশে বা মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি পান্নু গ্রেফতার মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ পিয়ারুল ইসলাম অরফে পান্নু (৪৬) নামের এক মাদক কারবাররিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ২কেজি গাঁজা সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মোঃ পিয়ারুল ইসলাম অরফে পান্নু মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত রাখতে মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে মহানগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিপুল পরিমান গাঁজা সহ খদ্দেরের জন্য অপেক্ষা করছে মাদক কারবারি পাপ্পু। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২কেটি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিবি ডিসি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী