পলাশ ( নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজকে সরকারী করণ উপলক্ষে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ আক্টোবর বেলা এগারটায় কলেজ মাঠে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ ও নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খাঁন পটোন কে নাগরিক সম্বর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ হারুনূর রশিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, ঘোড়াশাল পৌর মেয়র আল্ মুজাহিদ হোসেন তুষার, নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, উপজেলা আ: লীগের সাধারন সম্পাদক কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কারীউল্লাহ্ সরকারসহ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলার বৃন্দ।
প্রধান অতিথি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন তার বক্তব্য বলেন, আমি পলাশ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলেছি। অনেক প্রচেষ্টায় এই কলেজকে সরকারীকরণ করতে পেরেছি। আমি আগামীতে আরো বেশী সরকারী সুযোগ সুবিধা পেয়ে যাতে নরসিংদীর সেরা কলেজে পরিনীত হতে পারে দিকে ব্যবস্থা নিতে সচেষ্ট থাকবো।
বিপি/কেজে