বাংলাপ্রেস, ঢাকা: বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনের জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ ব্যর্থ হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে নতুন ষড়যন্ত্রের ছক আঁকছে দলটি। এর বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে আজ তিনি এসব কথা বলেন। বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বৃহত্তর তেজগাঁও থানার আয়োজনে এই বিক্ষোভ-সমাবেশ। আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠে সমাবেশে যোগ দেন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে দলেন সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে অনেক ছাড় দেয়া হয়েছে। আর কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি নেতা আমির খসরুর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিশন ব্যর্থ হওয়ার পর তারেক রহমান দেশের মানুষের সুখ-শান্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, সন্ত্রাস নৈরাজ্য করে রাষ্ট্র ক্ষমতা দখলে বিএনপির স্বপ্ন কখনোই পূরণ হবে না। ১০ ডিসেম্বর ঢাকা দখলের ঘোষণা দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিমসহ প্রমুখ।
এর আগে ঢাকা উত্তর আওয়ামী লীগের আওতাভুক্ত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র–সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে মিছিল সহকারে জড়ো হতে থাকেন। এ সময় তারা বিএনপি-জামায়াত বিরোধী নানা স্লোগান দেন।
বিপি>আর এল