
১৫ ডলারের টাই পরায় সিনেটে সমালোচনার মুখে এফবিআই পরিচালক কাশ প্যাটেল


আবু সাবেত: এফবিআই পরিচালক কাশ প্যাটেল সিনেট শুনানিতে লিভারপুল এফসি–র একটি টাই পরে হাজির হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন। টাইটির দাম মাত্র ১৫ ডলার। মঙ্গলবার তিনি সিনেট বিচার বিভাগীয় কমিটির সামনে উপস্থিত হন।
শুনানির শুরুতেই তিনি গত সপ্তাহে রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ড তদন্ত নিয়ে নিজের ভূমিকা ও এ সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের সমালোচনার জবাব দেন। এফবিআই প্রধানকে জেফ্রি এপস্টিন মামলাও নিয়ে প্রশ্ন করা হয়, পাশাপাশি অভিযোগ ওঠে যে, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করায় কিছু এজেন্টকে বরখাস্ত করেছিলেন।
তবে অনলাইনে তীক্ষ্ণদৃষ্টি সম্পন্ন দর্শকরা তার পোশাক নির্বাচনে হতবাক হন। প্যাটেল শুনানিতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল এফসি–র লোগো দেওয়া টাই পরে হাজির হন। এ প্রসঙ্গে অনেকে কটাক্ষ করে মন্তব্য করেন। এক ব্যবহারকারী লিখেছেন, “কাশ প্যাটেল সিনেট শুনানিতে লিভারপুল এফসি টাই পরে এসেছেন… খুবই পেশাদারিত্বপূর্ণ!” অন্য একজন লিখেছেন, “প্রথমবার এফবিআই পরিচালক হিসেবে কংগ্রেশনাল শুনানিতে হাজির হয়ে কাশ প্যাটেল লিভারপুল এফসি টাই বেছে নিলেন। আমেরিকার শীর্ষ পুলিশ কর্মকর্তার জন্য এটা কতটা দেশপ্রেমিক সিদ্ধান্ত?”
তৃতীয় একজন বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, 'আরে… কাশ প্যাটেল কেন @LFC টাই পরে সিনেট তদারকি শুনানিতে এসেছেন?! আজ তো তাদের কোনো ম্যাচই নেই।'
এমনকি লিভারপুল সমর্থকেরাও বিস্ময় প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ওই দৃশ্য দেখে তার 'চোখ উপড়ে ফেলতে ইচ্ছে হয়েছে।' প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরা ঠাট্টা করে লিখেছেন, 'যারা মনে করতেন @FBIDirectorKash প্যাটেলকে নিয়ে কিছু একটা গড়বড় আছে, তাদের জন্য এখন পরিষ্কার উত্তর পাওয়া গেল: তিনি লিভারপুল (@LFC)–এর ভক্ত। @ChelseaFC চিরজীবী হোক। #GoBlues'
এটা প্রথমবার নয় যে প্যাটেল তার প্রিয় দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন। এর আগে এ বছর তিনি একই লিভারপুল টাই পরে ছিলেন, এমনকি এফবিআই–তে বর্তমান পদে শপথ নেওয়ার আগের ডিসেম্বরেও একই টাই পরেছিলেন।
শুনানিজুড়ে প্যাটেল জোর দিয়ে বলেন, চার্লি কার্ক হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ডিসকর্ড চ্যাটে যে স্বীকারোক্তি দিয়েছিল বলে অভিযোগ উঠেছে, তা 'ফাঁস করা হয়েছে।'
তিনি দাবি করেন, এই তথ্যগুলো 'আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।' পরে তিনি আরও বলেন, 'আমরা সেই ডিসকর্ড চ্যাটে জড়িত প্রত্যেককেই তদন্ত করব।'
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
