
২ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা


বাংলাপ্রেস ডেস্ক: দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা আব্দুল বারী মণ্ডল। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এবং তার সঙ্গে আসা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়।
এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের মনোহরপুর ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী। সভায় বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারী আব্দুল হাসান প্রমুখ।
গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানি বলেন, ‘পুরো জেলায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আহ্বায়ক কমিটি গঠন করা আছে। একটি ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আব্দুল বারী মন্ডল পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক পদে আছেন এবং বর্তমান মনোহরপুর ইউপি সদস্য। তার ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে। শত শত নেতাকর্মী তিনি কোথায় পাবেন। তাও আবার বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের। খুব বেশি হলে তিনি ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে দল পরিবর্তন করেছেন। দল পরিবর্তন কেউ করতেই পারেন।'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে নতুন এই দলে যোগ দিয়েছেন বলে জানান বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল নেতা আব্দুল বারী মন্ডল।
তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্ম আমার ভালো লাগে। এ কারণেই এ সিদ্ধান্ত নেওয়া।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার আমীর আবু বক্কর বলেন, ‘আবদুল বারী মন্ডল ও তার অনুসারীরা বিএনপির অঙ্গ সংগঠন থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এটা আমাদের জন্য স্বস্তির। আল্লাহ এবং তার রসুলকে ভালবেসে এবং সেই আদর্শ মেনে চলার ইচ্ছে থেকেই তারা আমাদের দলে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, আবদুল বারী মন্ডল, তার অনুসারী ও তার ওয়ার্ডের গ্রামবাসী মিলে গত ৪/৫ দিনে শতাধিক ব্যক্তি আমাদের দলে যোগ দিয়েছেন। তবে, আজ কতজন ফরম পূরণ করেছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি।
পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হযরত আলী বলেন, ‘আব্দুল বারী মন্ডল দল পরিবর্তন করেছেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তবে আব্দুল বারী মন্ডল এখনও লিখিতভাবে পদত্যাগ করেননি।’
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?

ফখরুলের মতোই কবিতা আবৃত্তি করে উজ্জীবিত করলেন ছোট ভাই মির্জা ফয়সল


