
২০ দল ভাঙেনি, দু-এক জন সুবিধাবাদী নেতা চলে গেলে কোন ক্ষতি হবে না


বাংলাপ্রেস অনলাইন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দল ভাঙেনি, বরং মুনাফার লোভে ঘাপটি মেরে থাকা নেতারাই এখন দল ছাড়ছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘২০ দলীয় জোট ভাঙেনি, রাজনীতিতে সব সময়ই বেশি মুনাফা লাভের আশায় দুই-একজন নেতা ঘাপটি মেরে বসে থাকে।’
জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল থেকে কয়েকটি দল বেরিয়ে যাবে এমন গুঞ্জন আগেই ছিল। এর মধ্যে গতকাল জোট ছাড়ার ঘোষণা দেয় ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)। ফলে জোড়ালো হয় ২০ দল ভাঙার গুঞ্জন ।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গেই এসব কথা বলেন রিজভী আহমেদ।
এ সময় রিজভী বলেন, ‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনের পর, জাতীয় সম্প্রচার নীতিমালা আইন পাস করতে যাচ্ছে সরকার। তাদের শঙ্কা কোনো গণমাধ্যমে, কোনো ফাঁকে তাদের মহা দুর্নীতির, মহা কেলেঙ্কারির খবর ফাঁস হয়ে পড়ে !’
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
