১৫ অক্টোবর ২০২৫

২১ লাখ টাকার দায়ে কোর্টে শিল্পা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
২১ লাখ টাকার দায়ে কোর্টে শিল্পা

বাংলাপ্রেস বিনোদন দপ্তর : অভিনয় জগত থেকে সরে গেলেও, ছোট পর্দার রিয়্যালিটি শো-এ তিনি খুবই জনপ্রিয় মুখ 'শিল্পা শেঠি'। বলিউডে পা রেখেছিলেন ১৯৯৩ সালের ‘বাজিগর’ ছবি দিয়ে। সেখানে শাহরুখ খানের বিপরীতে একটি ছোট চরিত্রে অভিনয় করেই সকলের নজর কেড়েছিলেন শিল্পা শেঠি। তার পরে গোবিন্দ, অক্ষয় কুমার, সলমন খানের সঙ্গে একের পর এক হিট ছবি করেন এই অভিনেত্রী।

২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির পর আর সে ভাবে সিলভার স্ক্রিনে দেখা যায়নি শিল্পাকে। ইতিমধ্যে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে আইপিএল-এর বেশ কিছু জটিলতায় ফেঁসেও যান শিল্পা। সম্প্রতি আবারও এমনই এক অভিয়োগ এসেছে শিল্পা শেঠির নামে। তাঁর সঙ্গে এবার নাম জড়িয়েছে অভিনেত্রীর মা, সুনন্দা শেঠি ও বোন, শমিতা শেঠিরও।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এক গাড়ি বিক্রেতাই এমন অভিযোগ এনেছেন শিল্পা ও তাঁর পরিবারের বিরুদ্ধে। পরহাদ নামে সেই ব্যবসায়ীর কথা অনুযায়ী, শিল্পার বাবা তাঁর কাছ থেকে ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। এবং ২০১৭ সালের জানুয়ারি মাসে সুদ-সহ সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। পরহাদ আরও জানান যে, শিল্পার বাবা, সুরেন্দ্র শেঠির সঙ্গে তাণর সম্পর্ক খুবই ভাল ছিল। এবং সেই টাকাটা তিনি চেকের মাধ্যমে দিয়েছিলেন সুরেন্দ্র শেঠিকে, তাঁর কোম্পানি ‘করগিফসস’-এর নামে। সুরেন্দ্র শেঠির সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়েও এই কোম্পানির পার্টনার বলে জানান পরহাদ।

পরহাদ জানান, তাঁর টাকা ফেরত চাইতে গেলে, শিল্পা ও পরিবার সেই ঋণের কথা অস্বীকার করেন। প্রসঙ্গত, সুরেন্দ্র শেঠির মৃত্যু হয় ২০১৬ সালের অক্টোবর মাসে। স্বাভাবিক ভাবেই, আইনের দ্বারস্থ হয়েছেন পরহাদ। এবং চলতি মাসের ২৯ তারিখ আদালতে হাজিরা দিতে হবে শিল্পা শেঠিকে। সঙ্গে তাঁর মা ও বোনকেও থাকতে হবে বলে জানা গিয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন