
৬৯ বার ভূমিকম্পে আশঙ্কা বেড়েছে ক্যালিফোর্নিয়ায়


বাংলাপ্রেস অনলাইন : বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা এই অঞ্চলে রয়েছে ৪৫২টি আগ্নেয়গিরি। মাঝে মধ্যেই বড়সড় কম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। তবে সম্প্রতি, ওই অঞ্চলে, ৪৮ ঘণ্টার মধ্যে ৭০ বার কম্পন অনুভূত হয়। আর সেই কম্পনের জেরে ভয় বাড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। যে কোনও মুহূর্তে ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যেতে পারে সব কিছু।
চলতি আগস্ট মাসের ২১-২২ তারিখের মধ্যে মোট ৬৯টি ভূমিকম্প অনুভূত হয় ওই আঞ্চলে। এর মধ্যে ১৬টি বেশ শক্তিশালী। সেই কম্পনের প্রভাব পড়ে ইন্দোনেশিয়া, বলিভিয়া, জাপান, ফিজিতে। তবে আমেরিকার পশ্চিম উপকূলে বিশেষ প্রভাব পড়েনি।তবে ওই ৬৯ বারের ভূমিকম্পে আশঙ্কা বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকী সুনামিও আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। গত শতাব্দীতে একাধিকবার ৭ বা তার বেশি মাত্রার ভুমিকম্প হয়েছে ওই অংশে। সানফ্রান্সিসকোতে সবথেকে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ১৯০৬ সালে। যেখানে ৩০০০ লোকের মৃত্যু হয়।
সাম্প্রতিক ওই ভূমিকম্পের সিরিজে সবথেকে বেশিবার কেঁপে উঠেছে ফিজি। এক সকালেই সেখানে পরপর পাঁচবার কম্পন অনুভূত হয়েছে। তার আগের রাতে ফিজির একেবারে কাছ ঘেঁষে প্রশান্ত মহাসাগরে ৮.২ মাত্রার ভূমিকম্প হয়। তবে গভীরতা বেশি থাকায় বিশেষ ক্ষতি হয়নি সেখানে। এরপর ৭.৩ মাত্রা ভূমিকম্প হয় ভেনেজুয়েলা ও ত্রিনিদাদে।গতকাল বুধবারও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ফিজি, নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াতুর উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
