
৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে সমালোচনা


আবু সাবেত: যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে হোয়াইট হাউসের পক্ষ থেকে ৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে রিপোর্ট প্রকাশের পর শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল (ডি)।
হোচুল এক্স-এ (পূর্বে টুইটার) এক বিবৃতিতে লিখেছেন,@Sept11Memorial তাদের, যারা দুই দশকেরও বেশি সময় ধরে এর উত্তরাধিকার বহন করেছেন—শোকাহত পরিবার, বেঁচে থাকা মানুষ এবং প্রথম প্রতিক্রিয়াশীলদের অন্তর্গত। তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনও সংযুক্ত করে।
তিনি আরও লিখেছেন, এই পবিত্র স্থানকে রাজনৈতিকীকরণ না করে, প্রেসিডেন্টের উচিত ৯/১১ স্বাস্থ্যসেবার তহবিল পুনরুদ্ধার করা এবং ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানো।
ট্রাম্পের ৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়ামের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার খবরটি এসেছে কয়েক মাস পর, যখন তার প্রশাসন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ প্রোগ্রামের অর্থায়ন প্রত্যাহারের চেষ্টা করেছিল।
জিওপি আইনপ্রণেতাদের চাপের পর হোয়াইট হাউস ওই তহবিল পুনর্বহাল করে, যাতে গবেষণা, চিকিৎসা পর্যবেক্ষণ ও সেবার জন্য সহায়তা পান ১ লক্ষেরও বেশি বেঁচে থাকা মানুষ, যারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর কাজ করার সময় স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন।
মিউজিয়ামের শীর্ষ কর্মকর্তা প্রশ্ন তুলেছেন কেন ফেডারেল সরকার এটির নিয়ন্ত্রণ নিতে চাইবে।
৯/১১ মেমোরিয়াল ও মিউজিয়ামের প্রেসিডেন্ট ও সিইও বেথ হিলম্যান সিবিএস–এ পাঠানো এক বিবৃতিতে বলেন, যখন ফেডারেল সরকার খরচ কমানোর চেষ্টা করছে, তখন এই স্থাপনার সম্পূর্ণ পরিচালন ব্যয় বহন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
