১৫ অক্টোবর ২০২৫

আবারো কন্যা সন্তানের বাবা হলেন নিরব!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নিরব!

বিনোদন ডেস্ক:রুপালি পর্দার পরিচিত মুখ নিরব হোসেন দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন। আর বাবা হওয়ার এ সুসংবাদটি এ অভিনেতা নিজেই জানিয়েছেন।গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টে নিরব লিখেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বাবারের মতো সন্তানের বাবা হয়েছি আমি। আজ আমার মেয়ের বয়স ১৯ দিন। আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই।’

এদিকে নিরবের স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি তার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আল্লাহর রহমতে আমার দ্বিতীয় মেয়ের পা পড়েছে পৃথিবীতে। আমার ছোট্ট দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন।’২০১৪ সালের ২৬ ডিসেম্বর নিরব ও ঋদ্ধি বিয়ে ‍পিড়িতে বসেন। ২০১৭ সালে এ দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান সুমাইয়া হোসেন যুওয়াইনাহ্।দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হওয়ার খবর শুনে নিরবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নিরবের সহকর্মীরা। ফেসবুকে পিয়া জান্নাতুল, শবনম ফারিয়া, নিলয় আলমগীর, জায়েদ খান, সায়মন সাদিকসহ বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন