
আবারো মা হতে চলছে এষা দেওল !



বাংলাপ্রেস বিনোদন দপ্তর: দেড় বছর আগে মেয়ে রাধ্যার জন্ম দিয়েছিলেন এষা দেওল। ফের তিনি সন্তানসম্ভবা। রাধ্যার ছবি শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর জানিয়েছেন নায়িকা।
রাধ্যার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। সেখানে লেখা রয়েছে, ‘আমি দিদি হতে চলেছি’। যদিও এষা বা ভরত এখনও পর্যন্ত নিজেরা প্রকাশ্যে মুখ খোলেননি।
এষা, ভরত দু’জনে মিলেই মেয়ের নাম রেখেছিলেন। রাধা থেকেই রাধ্যা নামের আবির্ভাব। যার অর্থ আরাধ্য বা আরাধনা করা। ২০১২-র ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের পর ওই বছরই জুনে বিয়ে করেন এষা ও ভরত। দু’জনেই ছোটবেলার বন্ধু। পরে নিজেদের কেরিয়ার তৈরির জন্য আলাদা হয়ে যান তাঁরা। পরে ‘টেল মি ও খুদা’ ছবির সেটে ফের দেখা হয় এষা ও ভরতের।

মেয়ে হওয়ার পর ‘কেকওয়াক’ নামের একটি শর্টফিল্ম দিয়ে কামব্যাক করছেন এষা। মেয়েকে সময় দেওয়া তাঁর প্রথম প্রায়োরিটি ছিল। এ বার দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা শুরু।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





