
আফগানিস্তানে সেনা ক্যাম্পে তালেবান হামলায় ৪৫ সৈন্য নিহত



বাংলাপ্রেস অনলাইন : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশেমঙ্গলবার গভীর রাতে তালেবান জঙ্গিরা সেনাবাহিনীর একটি শিবিরে হামলা চালায়। এতে আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ সৈন্য নিহত হয়েছে।বুধবার স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ টিভি একথা জানিয়েছে।
একজন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মাঝরাতে কয়েকশ তালেবান জঙ্গি অতর্কিত আল্লাহুদ্দিন শিবিরে হামলা চালায়। শিবিরটি কাবুল থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই প্রদেশের বাগলান-ই-মারকাজি জেলায় অবস্থিত।প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনায় নিহতদের মধ্যে ৩৫ সেনা সদস্য এবং ১০ জন আগফান স্থানীয় পুলিশ।
চলতি সপ্তাহে এই নিয়ে তালেবান জঙ্গিরা দ্বিতীয় বারের মতো নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালো।সোমবার উত্তরাঞ্চলীয় ফাইয়াব প্রদেশের একটি সেনা শিবিরে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ আফগান সৈন্য নিহত, ১৫ জন আহত ও অপর পাঁচ জন জঙ্গিদের হাতে বন্দি হয়। জঙ্গিরা ওই শিবিরটি দখল করে নেয়।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
