-68eba6bfe183f.jpg)
আলী নিখোঁজ....


বিপ্লব আহমেদ, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড হিসেবে কর্মরত ছিল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পশ্চিম বিলনালিয়া গ্রামের মৃত সালাম সেখের ছেলে ইয়াকুব আলী (৩৮) । গত ২৪ জুন রাতে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন তিনি। তার স্ত্রীসহ দুই পুত্র সন্তান রয়েছে। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষকের রুমের সামনে বেশ খানিকটা রক্তের প্রলেপ ছড়িয়ে থাকায় সকলের মাঝে ধোয়াঁশা আরও বেশী প্রকট হয়েছে। পরিবার ও শিক্ষকদের ধারনা তাকে মেরে লাশ গুম করে ফেলা হয়েছে অন্য কোথাও।
এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা শিমু বলেন, বছর দুয়েক হলো সে এখানে স্কুলের নাইট গার্ড হিসেবে কাজ শুরু করেছে। মঙ্গলবার (২৫.০৬.১৯) সকালে আমি স্কুলে এসে দেখি আমার রুমের সামনে রক্তের দাগ। সঙ্গে সঙ্গে পুলিশসহ সবাইকে জানায়। তারাও এসে সব জায়গায় তল্লাশী করে। পরে পরিবারের কাছে জানালে তারাও জানে না বলে জানায়। ইয়াকুব আলীর স্ত্রী সখিনা বেগম জানান, সে বাড়ীতে যায়নি, স্কুলের ফোন পেয়ে আমরা এখানে এসেছি। আত্মীয় স্বজনসহ অন্যসব জায়গায় খোজঁ নিয়েছি কোথাও তাকে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, আমরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলের প্রধান শিক্ষকের রুমের সামনে বেশ খানিকটা রক্তের প্রলেপ ছড়িয়ে রয়েছে যা খুবই রহস্যজনক। এ ঘটনায় জোর তদন্ত চালানো হচ্ছে বলে তিনি জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
