
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

.jpg)
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পলমল গ্রুপের কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরওে দুটি ইউনি আগুন নিয়ন্ত্রণে যোগদেন ।
সূত্র জানায়, ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা আয়েশা ক্লথিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ক সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, পলমল গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়েছি ১২টা ১৯ মিনিটে। তাৎক্ষণিকভাবে আমাদের ৭টি ইউনিট ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরে আরও দুটি ইউনি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে চলেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





