
আওয়ামী লীগের অফিসে হামলায় মির্জা ফখরুল জড়িত : ওবায়দুল কাদের


বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, রাজধানীর জিগাতলা ও আওয়ামী লীগের অফিসে হামলার পরিকল্পনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জড়িত।
শুরুতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও গত দু দিনের চিত্র ভিন্ন। আন্দোলনকে কেন্দ্র করে চলছে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা। শনিবার আওয়ামী লীগ সভাপতির অফিসেও হামলার ঘটনা ঘটে। দলের নেতারা বলছেন, আন্দোলনের প্রকৃতি বদলে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সরকার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি ও তাদের দোসররা শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের ষড়যন্ত্র করছে।
আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিষয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাপ্রেস/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


