বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন তিনি। ছাত্র আন্দোলনের সময়ের ছাত্রদের কথা বলেছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে। সেই সঙ্গে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এসেছে পরিবর্তন। এই বিষয়টা অভিনেতা কীভাবে দেখছেন তা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন ভারতীয় সাংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে।
বাংলাদেশ ও ভারতের তারকারা একসঙ্গে একাধিক কাজ করেছেন। এই পরিস্থিতিতে ক্ষমতার পালাবদল সিনেমায় প্রভাব ফেলবে কিনা প্রশ্ন করা হলে শাকিব বলেন, বাংলাদেশের ইলিশ মাছ তো ঠিকই যাচ্ছে। আমাদের ক্রিকেটাররা খেলতে যাচ্ছেন, বিভিন্ন কূটনৈতিক আলোচনাও হচ্ছে। প্রতিবেশী হিসেবে আমাদের পরস্পরের মিলেমিশে থাকা উচিত। তেমনটাই তো দেখছি। কিছু মানুষ এখান থেকে এক কথা বললে, ওখান থেকেও কিছু মানুষ বাংলাদেশ নিয়ে কু-মন্তব্য করছেন। মানুষের আবেগের জায়গা থেকে মতামতের একটা বিভেদ থাকতে পারে।
শাকিব আরও বলেন, আর সম্পর্ক থাকলে ভাঙাগড়া থাকেই। কিছু দিন পর আবার ঠিক হয়ে যায়। এ সব নিয়ে আমি একদম ভাবছি না। সমস্যা থাকলে দুই দেশের নীতি নির্ধারকেরা তার সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি, এশিয়ান হিসেবে আমাদের মিলেমিশে থাকা উচিত।
ক্ষমতার পালাবদল, অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে শাকিব স্পষ্ট ভাষায় বলেন, এমন একটা ঘটনার পর সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর সিনেমা যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সব জায়গায় কমবেশি এমন হয়। দেশের সংকটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক। নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]