১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশেই তৈরি হয়েছে করোনার ভ্যাকসিন !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাদেশেই তৈরি হয়েছে করোনার ভ্যাকসিন !

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে গ্লোব বায়োটেক নামে একটি প্রতিষ্ঠান।

বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পশুর শরীরে ভ্যাকসিনের সফলতা পেয়েছেন। মানবদেহেও সফলতা পাওয়া সম্ভব বলে তারা আশা করছেন।

গ্লোব বায়োটেকের কোয়ালিটি এন্ড রেগুলেটরি বিভাগের প্রধান ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী উদঘাটন হওয়া পাঁচ হাজারের অধিক জিনোম সিকোয়েন্স ও বাংলাদেশে উদঘাটন হওয়া সিকোয়েন্সের বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা আমরা ভ্যাকসিনের টার্গেট নিধারণ করি। এটি আমাদের এখানে কার্যকরী হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, মার্চে যখন বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় তখন থেকে আমরা এটি নিয়ে কাজ শুরু করি। আমাদের দেশে শনাক্ত হওয়া রোগীদের থেকে নমুনা নিয়ে আমরা ভাইরাসের সিকোয়েন্সিং করেছি। সেখান থেকে আমরা ভ্যাকসিনটি ডিজাইন করি। আমরা প্রাণিদেহে এটি প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যাব, আমাদের ডাটা দিয়ে। সেখান থেকে অনুমতি পেলে আমরা বিএমআরসির কাছে ‘এথিক্যাল ক্লিয়ারেন্স’ চাইবো। সেটি পেলে মানবদেহে এর কার্যকারিতা পরীক্ষা করবো আমরা।

গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত ভ্যাকসিনটি ল্যাবরেটরির এনিমেল মডেলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যথাযথ অ্যান্টিবডি তৈরি হতে দেখেছেন বলে জানান তিনি।

তিনি জানান, গ্লোব বায়োটেক লিমিটেডের সিইও কানাডাপ্রবাসী ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানার তত্ত্বাবধানে আমরা সকলে একটি টিমওয়ার্কের মাধ্যমে আমরা ভ্যাকসিন আবিষ্কারের গবেষণাটি পরিচালিত করেছি।

উল্লেখ্য, গ্লোব বায়োটেক ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নোভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু করে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন