
বার্লিনের আকাশে দাবানলের ধোঁয়া


বাংলাপ্রেস অনলাইন : ব্রান্ডেনবুর্গের বনভূমির দাবানলে বার্লিনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। ছবি: সংগৃহীতব্রান্ডেনবুর্গের বনভূমির দাবানলে বার্লিনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন। জার্মানির রাজধানী বার্লিনের পাশে ব্রান্ডেনবুর্গের বনভূমিতে দাবানলের ঘটনা ঘটেছে। দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে বার্লিনের আকাশ। জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকালে বার্লিনের অনেক এলাকায় এই ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং বনভূমি পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ব্রান্ডেনবুর্গ রাজ্যের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বনভূমিতে দাবানল শুরু হওয়ার পর তিনটি গ্রাম থেকে গভীর রাত পর্যন্ত ৬০০ লোককে তাঁদের আবাসস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পটসডাম শহরের পাশে টিফেনব্রুনেন, ক্লাউসডর্ফ ও ফর্নডর্ফ নামে তিনটি গ্রামের খুব কাছে ৪০০ হেক্টর বনভূমিজুড়ে দাবানলটি ছড়িয়ে পড়ে।
বার্লিনের অগ্নিনির্বাপক দপ্তর জানায়, শুক্রবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বায়ুপ্রবাহের কারণে বার্লিন শহরের অনেক এলাকায় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় জনসাধারণকে তাদের বাড়ির জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। দাবানলের ধোঁয়া ও গন্ধের কারণে আতঙ্কিত হয়ে সকাল থেকে তাদের দপ্তরে ৫০ জনেরও বেশি মানুষ ফোন করেছেন।
পটসডাম শহরের পাশে ওই তিনটি গ্রাম থেকে অধিবাসীদের সরিয়ে ট্রয়েন ব্রিটজেন নামের স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ খ্রিষ্টিয়ান স্টাইন। আর ব্রান্ডেনবুর্গের পুলিশ বলছে, বৃহস্পতিবার বনভূমিতে লাগা অগ্নিকাণ্ড জনবসতি থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল। রাতভর বিভিন্ন অঞ্চলের অগ্নিনির্বাপক দল, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা তিনটি গ্রাম থেকে প্রায় ৬০০ মানুষকে সরিয়ে নিয়েছে। অগ্নিনির্বাপক দলের অগ্নিনিরোধক হেলিকপ্টার থেকে রাতভর দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক গ্যাস ও পানিবোমা ছোড়া হয়েছে।
গত জুলাই মাসের শেষ দিকে এই অঞ্চলে বনভূমির দাবানলে ৯০ হেক্টর বনভূমি পুড়ে যায়। ইউরোপজুড়ে দাবদাহ ক্রমশ কমে এলেও এর আগে সুইডেনের ও গ্রিসের বনভূমিতে আগুন লেগেছিল। আবহাওয়াবিদেরা বলছেন, উত্তর ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণের দেশগুলোর সর্বত্র আরও কিছুদিন তাপমাত্রা ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করবে।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
