
বধূ বেশে নৌকায় চড়ে বিয়ের অনুষ্ঠানে শবনম ফারিয়া!


বিনোদন ডেস্ক: দীর্ঘদিনের বন্ধু হারুনুর রশীদ অপুর সঙ্গে চিরবন্ধনে বাঁধা পড়েছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১ ফেব্রুয়ারি) মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ‘দেবী’খ্যাত এই অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা।
এদিন দুপুরে অনুষ্ঠানস্থলে নৌকায় চড়ে হাজির হয়ে সবাইকে চমকে দেন ফারিয়া। আর বর আসেন ঘোড়ায়। সাদা গাউন গায়ে পরীর বেশে জ্যোতি ছড়ান এই অভিনেত্রী।দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও শোবিজ অঙ্গে ফারিয়ার কাছে সহকর্মীরা অনুষ্ঠানে অংশ নেনে। নব দম্পতিকে শুভ কামনা জানাতে উপস্থিত হন- অভিনেত্রী বিপাশা হায়াত, অপি করিম, মৌ, মৌসুমী হামিদ, মাসুমা রহমান নাবিলা, অভিনেতা সজল, সিয়াম, নাঈম, সাঈদ বাবুসহ অনেকে। এর আগে গত ২৬ জানুয়ারি রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় শবনম ফারিয়ার হলুদ সন্ধ্যা। সেখানেও উপস্থিত হয়েছিলেন এক ঝাঁক তারকা
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





