
বেগম খালেদা জিয়ার এক হাত এক পা অবশ হয়ে গেছে : মির্জা ফখরুল ইসলাম


বাংলাপ্রেস অনলাইন: কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাঁ হাত ও পা প্রায় অবশ হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘গতকাল বিকেলে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন। তাঁরা জানিয়েছেন, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তাঁর বাঁ হাত ও বাঁ পা প্রায় অবশ হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি। একই কথা তিনি বলেছেন ৫ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত বেআইনি আদালতকক্ষে। তিনি আরো বলেছেন, তাঁর কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা অত্যন্ত উদ্বিগ্ন তাঁর স্বাস্থ্য নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা সাজানো মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক রেখে তাঁকে হত্যা করার হীন প্রচেষ্টা চালাচ্ছে সরকার।’
মির্জা আরো বলেন, ‘খালেদা জিয়াকে পরীক্ষা করে চিকিৎসকরা বলেছেন, তিনি মারাত্মকভাবে অসুস্থ। অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে তাঁকে চিকিৎসা দেওয়া তাঁর জীবন রক্ষার জন্য অতি প্রয়োজন। সরকার কোনো কথার কর্ণপাত না করে শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য চিকিৎসা না দিয়ে পরিত্যক্ত নির্জন কারাগারে স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর কক্ষে আবদ্ধ করে রেখেছে। একজন সাধারণ বন্দির সঙ্গেও এ ধরনের আচরণ করা হয় না। খালেদা জিয়ার অবদান যাঁরা অস্বীকার করতে চান, তাঁরা কেউই গণতন্ত্রে বিশ্বাস করেন বলে আমরা মনে করি না।’
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন



পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি ৪৩ দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর?


