১৩ অক্টোবর ২০২৫

বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিএনপি যদি ডুবে সবাইকে নিয়েই ডুববে: ওসমান হাদি
বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা ‘ফার রাইটের’ (অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। সোমবার (১৫ সেপ্টেম্বর) নীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন। বিএনপি নিয়ে ভাবনার কারণ উল্লেখ করে হাদি বলেন, এসব কথা বললে আমাদের বলা হয়, বিএনপি নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। বিএনপি নিয়ে যদি আমরা না ভাবি তাহলে ভাববে কি ইন্ডিয়া? বিএনপি নিয়ে আমি কেন ভাববো? কারণ আমার পরিবারের এমন নারী সদস্য যারা কখনও বোরকা পরেও পরপুরুষের সামনে যায়নি, ২০০১ সালে তাদের আমরা ভোট দিতে নিয়ে গেছিলাম। কারণ দেশ বাঁচাতে হবে। বেগম জিয়া বলেছিলেন- বিএনপি আসতে না পারলে দেশ বিক্রি করে দেওয়া হবে। আমার নানী যিনি কখনও বাড়ির বাইরে যাননি, তাকে আমি রিকশা করে নিয়ে ভোট দিতে গিয়েছিলাম এ দায় থেকে যে- বাংলাদেশকে বাঁচাতে হবে। সুতরাং এখন বিএনপিকে নিয়ে আমরা কথা বলবো না তো কে বলবে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, যারা এখন নব্য বিএনপি, এতদিন অষ্ট্রেলিয়া-কানাডায় থেকে এখন ‘ফার রাইট’ বলে বলে একটা এলিট অর্গাজম সৃষ্টির চেষ্টা করছেন, এটা আসলে টিকবে না। যদি ওটাই টিকে যায় তাহলে এখানে শহীদ জিয়াপন্থি আরেকটি রাজনৈতিক ধারা তৈরি হবে। বিএনপি যদি সিদ্ধান্ত নেয় তারা আওয়ামী লীগের রাজনীতি করবে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে। বিএনপি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে হাদি আরও বলেন, তারেক রহমান ছাড়া বিএনপির সবাই ধরে নিয়েছেন যে- বিএনপি এখন ক্ষমতায় আছে, শুধু গণভবনটা দখল বাকি। সম্ভবত তারেক রহমান উপলব্ধি করছেন যে, ক্ষমতায় আসা এত সহজ না। এই মনস্তত্বের কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে যে, আমরা কি আগের জায়গায় ফিরে যাচ্ছি? তাই বিএনপিকেই এটা প্রমাণ করতে হবে যে, তারা এমন কিছু করবে না। বিএনপির হাজার সমালোচনা করলেও আমি বলতে চাই, বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে। বিএনপির পরাজয় কখনো তার একার পরাজয় ছিল না, এটি সমগ্র জাতির পরাজয় ছিল। যেটা ১/১১ ও প্রমাণিত হয়েছে। ‘বিএনপি যদি মনে করে দিল্লির সঙ্গে গিয়ে দাসত্বের পরীক্ষায় উত্তীর্ণ হবে যে, আওয়ামী লীগের চেয়ে আমি তোমার ভালো বন্ধু হব ,এটা কোনো দিন সম্ভব হবে না। কারণ যতদিন এ দলের সঙ্গে শহীদ জিয়ার রক্ত ও খালেদা জিয়ার নাম আছে, ততদিন দিল্লি তাদেরকে আওয়ামী লীগের চেয়ে বড় দাস মনে করতে পারবে না।  এ জন্য ভালো বিএনপি জনতার সঙ্গে থাকুক, জনতাই তাদের ক্ষমতার চেয়ারে বসাবে। এটা না করে বিএনপি যদি দিল্লির সঙ্গে আপোস করে ৫ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, তাহলে এ দেশের লাখ লাখ তরুণ আবার শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনীতি করবে।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন