
বিকিনিতে সমুদ্র পাড়ে উষ্ণতা ছড়াচ্ছেন বাংলাদেশি পায়েল!



বাংলাপ্রেস বিনোদন দপ্তর: বাংলাদেশি উপস্থাপিকা ইসরাত পায়েলকে বিকিনি পরে সমুদ্র পাড়ে উষ্ণতা ছড়াতে দেখা গেলো মার্কিন মুলুকে। আর বিকিনি পড়া এসব ছবি নিজেই ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছেন পায়েল।এছাড়া পায়েল বিয়ে করেছেন বলেও মনে করছেন অনেকে। তবে উপস্থাপিকার নতুন সম্পর্কে জড়ানো এমনকী আংটি বদলও করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সঙ্গে সম্পর্কে জড়ান বাংলাদেশি এই উপস্থাপিকা। সম্পর্কও অনেকদূর গড়িয়েছে। ইতোমধ্যে আংটিও বদল করেছেন তারা। এছাড়া গত সেপ্টেম্বরেই তারা এনগেজমেন্ট পর্ব সেরেছেন বলে জানা গেছে।
ইসরাত পায়েল বেশ কিছুদিন ধরেই আজান খানের সঙ্গে গোপনে প্রেম করছিলেন। গত সেপ্টেম্বরে প্রেমের টানে যুক্তরাষ্ট্রও যান। সেখানে প্রেমিকের সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবি তোলেন যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ক’দিন আগে ফের যুক্তরাষ্ট্র পাড়ি জমান সাবেক মিস হেরিটেজ।ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা যায় আজান খানের সঙ্গে আটলান্টিক সমুদ্রের বাহামা দীপপুঞ্জের প্যারাডাইজ আইল্যান্ডের সৈকতে বিকিনি পরিহিত অবস্থায় সাঁতারে মেতে ওঠেন।সূত্র জানায়, শিগগির তারা বিয়ের পিড়িতে বসবেন। সেটা কবে? আগামী গ্রীষ্মের মধ্যেই বিয়ে সেরে ফেলবেন বলে অনুমান করা হচ্ছেন। আজান খান খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গাড়ি (কার) ব্যবসা করেন। বাংলাদেশের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





